কি ভাবে ইমেইল একাউন্ট খুলবেন এবং মোবাইলে সেট করবেন?

বর্তমান যুগে অর্থাৎ এন্ডয়েড মোবাইলের যুগে একটি ইমেইল একান্ট থাকা অতীব  গুরুত্বপূর্ন। জিমেইল টা হল আসলে এক ধরনের এসএমএস আদান-প্রদান করার মতোই সফটওয়্যার। বর্তমান যুগের  অনেকেই android মোবাইল ইউজ করে। শতকরা ৫০ শতাংশ বাঙালি মানুষ জানে না কিভাবে ইমেইলের আদান প্রদান করতে হয়।

আপনাদেরকে একটা উদাহরণ দিই- ধরেন আপনি কাউকে কোন বন্ধুকে একটা ছবি সেন্ড করবেন সেটা হয়তো হোয়াটসঅ্যাপে পাঠাবেন অথবা imo তে পাঠাবেন,  আপনি যে সফটওয়ারে সেন্ড করেন না কেন ছবিটির সঠিক সাইজ থাকবে না অর্থাৎ কাউকে কাউকে আপনি 1mb একটি ছবি যদি সেন্ড করেন সেটা হয়তো ওর কাছে 500kb হয়ে যাবে অর্থাৎ ছবিটি সঠিক সাইজ ঠিক থাকবেনা আর সেজন্যই হুবহু একই সাইজের ছবি যদি কাউকে পাঠাতে চান তাহলে সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে জিমেইলে ছবিটা আদান-প্রদান করা অর্থাৎ আপনার জিমেইল অ্যাকাউন্ট খুলবেন ।  আর যাকে পাঠাবেন তার জিমেইল একাউন্টে পাঠিয়ে দিবেন । জিমেইল অ্যাকাউন্ট এর ব্যবহার এবং কিভাবে খুলবেন সেটা মোবাইল কিভাবে সেট করবেন এটা নিয়ে বিস্তারিত জানতে গেলে আমার পোষ্টের নিচে একটি ভিডিও পোস্ট করব সেটা একটু কষ্ট করে দেখে নিবেন।


Please Click here to create gmail account easily.
Create gmail Account..

For Details Comment Plz.
Goodbye.



No comments:

Powered by Blogger.